News:

Header image for the site

"গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়টির নামকরণ করা হয় হরিরামপুর এর কৃতি সন্তান, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, মানিকগঞ্জ জেলা আওয়ামিলীগ এর সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট গোলাম মহীউদ্দীন এবং তার প্রয়াত সহধর্মিণী সামসুন্নাহার কমল এর নামানুসারে। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২০১৫ খ্রিস্টাব্দে। বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমান শিক্ষক কর্মচারী রয়েছে এবং আছে ৪০০ এর অধিক শিক্ষার্থী। বিদ্যালয়টি ১.০১ একর জমির উপর প্রতিষ্ঠিত এবং এর মধ্যে একটি বড় খেলার মাঠ এবং পুকুর রয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে রয়েছে একটি ৩ তলা পাকা ভবন যেটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে দেয়া হয়েছে এবং প্রতিষ্ঠাতা কর্তৃক দান করা তিনটি আধাপাকা টিনের ঘর রয়েছে যার একটি ভবন নির্মানার্থে ভেঙে ফেলা হয়েছে। বিদ্যালয়টিতে একটি শহীদ মিনার রয়েছে যেটা জেলা পরিষদের তত্বাবধানে নির্মান করা হয়েছে।"